Description
ছারপোকা বা উলুশকে তৎক্ষনাৎ নিধন করার কার্যকরি লিক্যুয়িড স্প্রে, যার ফলাফল দেখবেন ১০ সেকেন্ডে!




এই স্প্রেটি বিছানা বা যেকোন জয়গায় সরাসরি স্প্রে করলে উপস্থিত ফলাফল পাওয়া যায়। Fipronil উপাদান সমৃদ্ধ এই স্প্রেটি ছারপোকাকে তৎক্ষনাৎ মেরে ফেলে মাত্র ১০ সেকেন্ডে।

ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন, এরপর মাস্ক পরিধান করুন। ফ্যান চালু থাকলে বন্ধ করে দিন।
ছারপোকা যেসকল স্থানে লুুকিয়ে থাকে ও জড়ো হয়ে বাসা বেধে বংশ বিস্তার করে, যেমনঃ তোশক, জাজিম, সোফার ফোম, বালিশ, মশারির সেলাইয়ের জয়েন্টে, কাঠের আসবাবপত্রের বিভিন্ন ফাঁক ফুকড়ে কিংবা কোনায়, এসকল জায়গা সমূহে ছারপোকা লুকিয়ে থাকতে পারে৷ এসকল জায়গায় ভালোভাবে দেখে স্প্রে করুন, লক্ষ করবেন ৫-১০ সেকেন্ডের মধ্যেই ছারপোকা গুলো মরে মরে যাচ্ছে।
অতিরিক্ত মাত্রায় বংশবিস্তার করলে ১ সাপ্তাহ পরে পূনরায় বিশেষ স্থান গুলোতে আবার স্প্রে করুন।